ভুল করতে করতে শেখা—ইংরেজি ভীতি দূর করতে মাগুরার শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ
মাগুরা : ২৫ অক্টোবার ২০২৫ (মাগুরার কাগজ):
ইংরেজি শিক্ষার প্রতি ভীতি দূর করা এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে মাগুরায় আয়োজিত অনলাইনভিত্তিক প্রতিযোগিতা “We Make Mistakes” এর ১৩তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান এবং সভাপতিত্ব করেন মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা।
২০২১ সালে শুরু হওয়া “We Make Mistakes” প্রতিযোগিতা মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ফেসবুক গ্রুপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বর্তমানে এই গ্রুপে ১৫ হাজারেরও বেশি সদস্য যুক্ত আছেন।
ইতোমধ্যে ১২টি সফল প্রতিযোগিতা শেষে ১৩তম পর্ব শুরু হয় গত ১৫ আগস্ট, যা চলে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে মোট ১,২৬০টি ভিডিও কনটেন্ট জমা পড়ে ৫টি গ্রুপে।
অংশগ্রহণের দিক থেকে শালিখা উপজেলা এবার শীর্ষে রয়েছে—মোট অংশগ্রহণকারীর প্রায় ৬০ শতাংশই এসেছে এই উপজেলা থেকে।প্রতিষ্ঠানভিত্তিক সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করেছে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন যে, বর্তমান সময়ে ইংরেজি শেখা কেবল একাডেমিক চাহিদা নয়, বরং ভবিষ্যতের নেতৃত্ব ও বৈশ্বিক যোগাযোগের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় দক্ষতা। তিনি আরও উল্লেখ করেন যে, “We Make Mistakes” নামটি নিজেই একটি ইতিবাচক বার্তা বহন করে—ভুলের মধ্য দিয়েই শেখার সুযোগ তৈরি হয়। সচিব মনে করেন, এই উদ্যোগ মাগুরা জেলার শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তিনি আরও বলেন যে, এ ধরনের উদ্ভাবনী কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও প্রসারিত হওয়া উচিত। তরুণ প্রজন্মকে এমন ইতিবাচক প্ল্যাটফর্মে যুক্ত করা সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন যে, শিক্ষার্থীরা যেন ইংরেজিকে ভয় না পেয়ে ভালোবাসতে শেখে, সেটিই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শেখার আনন্দে যুক্ত হচ্ছে এবং তারা ভুলকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উন্নত করার সুযোগ পাচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান যে, জেলা প্রশাসন শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে আরও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করবে, যাতে মাগুরা জেলার শিক্ষা পরিবেশ আরও সমৃদ্ধ হয়।
এ প্রতিযোগিতায় ৫টি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১৫ জন বিজয়ী নির্বাচিত হয়।
এর মধ্যে মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুলের শিক্ষার্থীরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে সর্বাধিক ৪ জন বিজয়ী অর্জন করেছে।“We Make Mistakes” প্রতিযোগিতার ১৩ পর্বে এবারই প্রথম কোনো প্রতিষ্ঠান এত সংখ্যক বিজয়ী অর্জন করেছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com