নিজস্ব ডেস্ক: মাগুরার কাগজ ১১ ডিসেম্বর ২০২৫
পুলিশ সুপার, মাগুরা জেলা মহোদয়ের নির্দেশনায় মাগুরা জেলার চার থানা ও ডিবির একাধিক টিম গত রাতে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, মাদক উদ্ধার সংক্রান্ত ও নিয়মিত মামলায় মোট ২১ জন আসামী গ্রেফতার করে মাগুরা জেলা পুলিশ। মাগুরা সদর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ০৮ জন , মাদক মামলায় ০১ এক জন নিয়মিত মামলায় ০২ দুই জন মোট ১১ জন, শ্রীপুর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ০২ দুই জন, মাদক মামলায় ০৩ তিন জন মোট ০৫ পাঁচ জন, মহম্মদপুর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ০৩ তিন জন, নিয়মিত মামলায় ০১ এক জন মোট ০৪ চার জন, ও শালিখা থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ০১ জন। এছাড়া মাগুরা জেলার ডিবি টিমের বিশেষ অভিযানে ৭৫ পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৫৪,১৫০/- টাকা সহ (০৩) তিন জন আসামী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাগুরা জেলা পুলিশের নিয়মিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com