পঞ্চগড় প্রতিনিধি: ৬ ডিসেম্বর, ২০২৫ (মাগুরার কাগজ):
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা হঠাৎ করেই বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে তাপমাত্রা দ্রুত কমছে। আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস—যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ের তাপমাত্রা ইতোমধ্যে মৃদু শৈত্যপ্রবাহের ঘরে নেমে এসেছে। তিনি বলেন, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ডিসেম্বরেই তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।এদিকে, রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ কনকনে ঠান্ডায় নাজেহাল হয়ে পড়ছেন। বাড়ছে শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তি। দরিদ্র পরিবারগুলোর মধ্যে শীতবস্ত্র সংকট প্রকট আকার ধারণ করেছে।জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “এই শীতে আমাদের বড় দায়িত্ব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।” তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ইতোমধ্যে ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়ে ৮ হাজার ৬৪০টি কম্বল কেনা হয়েছে এবং জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়নে তা বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়া আরও ৬৫ হাজার কম্বলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com