মাগুরা, ১৭ মার্চ ২০২৫:(মাগুরার কাগজ) মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সদর উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে তেল, সবজি, তরমুজ, ফলের দোকান, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে মেসার্স আলতাফ স্টোর ও মেসার্স টুম্পা স্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে উভয় প্রতিষ্ঠানকে ২,০০০/- টাকা করে জরিমানা করা হয়। এছাড়া, মেসার্স রিপা স্টোরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১,০০০/- টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুরগির বাজার, সবজি, তরমুজ, ফলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে, রমজান মাসে যেন কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে, সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।