পরীক্ষায় বিঘ্ন হলে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়
নিউজ ডেস্ক:
মাগুরা:৪ ডিসেম্বর ২০২৫(মাগুরার কাগজ)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন ও ‘শাটডাউন’ কর্মসূচির প্রেক্ষিতে কঠোর সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার (০৬ ডিসেম্বর ২০১৫) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোথাও প্রাথমিক শিক্ষা সমাপনীসহ কোনো পরীক্ষায় বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড, বেতন বৈষম্য ও নিয়োগ বিধিমালা সংশোধনের বিষয়টি সরকার ইতোমধ্যেই গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। এ জন্য কমিটি গঠন করা হয়েছে এবং পে-কমিশন–২০১৫ এর সুপারিশ পাওয়ার পর বেতন–গ্রেড সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
এতে আরও জানানো হয়, বেতন স্কেল ও জটিলতা নিরসনে ১০ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় সভা অনুষ্ঠিত হবে। তাই কোনো ধরনের কর্মবিরতি বা পরীক্ষা বর্জনের যৌক্তিকতা নেই।
মন্ত্রণালয় পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে, দেশের কোথাও পরীক্ষা চলাকালীন বিশৃঙ্খলা, বাধা বা কর্মবিরতি সৃষ্টি করা হলে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন, গণমাধ্যম ও নিয়ন্ত্রণ কক্ষকে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাহিদ।
© All rights reserved © 2025 magurarkagoj.com