রাজশাহী প্রতিনিধি: ৩ ডিসেম্বর, ২০২৫ (মাগুরার কাগজ)
বরেন্দ্র অঞ্চলে বিপজ্জনক ও নিষিদ্ধ কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে জনস্বাস্থ্য, পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে—রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও পথসভায় এমন উদ্বেগ জানিয়েছেন বক্তারা।
গবেষণাভিত্তিক উন্নয়ন সংস্থা বারসিক ‘কীটনাশকমুক্ত দিবস’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, কীটনাশকের সংস্পর্শে কৃষকেরা তাৎক্ষণিকভাবে হাঁচি, চুলকানি, মাথা ঘোরা, মাথাব্যথার মতো সমস্যা অনুভব করেন। দীর্ঘমেয়াদে ক্যানসার, হরমোনের অসামঞ্জস্য, স্নায়বিক জটিলতা ও প্রজনন সমস্যা পর্যন্ত দেখা দেয়। নিষিদ্ধ কীটনাশকও বিভিন্ন নামে বাজারে বিক্রি হচ্ছে—যা জীববৈচিত্র্যের দ্রুত ক্ষয় ঘটাচ্ছে। ধারণাপত্র উপস্থাপন করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াইএএসসি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জুলাই আন্দোলনের সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রমসহ অনেকে। বক্তারা জানান ,শাকসবজিতে নির্বিচারে কীটনাশক ব্যবহারে শিশু ও গর্ভবতী নারীরা চরম ঝুঁকিতে। কীটনাশক ভূগর্ভস্থ পানি ও জলাশয় দূষিত করছে, মাটির উর্বরতা নষ্ট করছে। বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত সেচে পানি-স্তর কমে যাচ্ছে, রাসায়নিক ইনপুট পরিস্থিতি আরও ভয়াবহ করছে বিশেষত বেগুন চাষে। বক্তারা কৃষকের সচেতনতা বাড়ানো, নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা চালু এবং নিয়মিত খাদ্য-পানি-মাটির কীটনাশক পর্যবেক্ষণের ওপর জোর দেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com