রোববার (১৬ মার্চ):
মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক সংগঠন সেভ দা উইমেন অ্যান্ড চিলড্রেন।
রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় মাগুরার চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবিনা ইয়াসমিন মেরি। এ সময় বক্তব্য দেন ফাতেমা খাতুন, হাওয়া বেগম, কল্যাণী রানী, নাজমুল হাসান লিটন সহ অনেকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামির বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান। তারা বলেন, দেশের প্রচলিত আইনে ধর্ষণ মামলার রায় ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে, তাই দ্রুত বিচারিক কার্যক্রম শেষ দেখতে চান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচারের আহ্বান জানান।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email :
contact@magurarkagoj.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ