মাগুরা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আজ: তিন পদে ২০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা
মাগুরা প্রতিনিধি :৮ অক্টোবর ২০২৫:(মাগুরার কাগজ)
আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে মাগুরা পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক কাউন্সিল। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা আদর্শ কলেজ মাঠে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কাউন্সিলকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত হয়েছে প্রধান প্রধান সড়ক ও কলেজ মাঠ সংলগ্ন এলাকা। নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার গোপন ব্যালটে তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবেন। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জনসহ মোট ২০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।
সভাপতি পদপ্রার্থী মাসুদ হাসান খান কিজিল জানিয়েছেন, তিনি অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে চান। তার মতে, কর্মীবান্ধব নেতৃত্বই সংগঠনকে এগিয়ে নিতে পারে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ফরিদ হাসান খান বলেছেন, মাগুরা পৌর বিএনপির ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করাই তার প্রধান লক্ষ্য। তিনি জানিয়েছেন, সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা ও কর্মীদের মর্যাদা নিশ্চিত করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মাগুরা আদর্শ কলেজের অধ্যাপক শাহজাহান মৃধা বাবলু জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ভোট শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক ভিত্তি মজবুত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে সবাইকে সম্পৃক্ত রেখে দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
কাউন্সিলকে ঘিরে মাগুরা পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশাও দেখা যাচ্ছে। তৃণমূল নেতারা আশা করছেন, এবারের কাউন্সিল থেকেই দায়িত্বশীল ও কর্মীবান্ধব নতুন নেতৃত্বের সূচনা হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com