নিজস্ব প্রতিবেদক
মাগুরা, ৭ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ):
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি বাজারের কাছে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালখড়ি বাজারের কাছাকাছি স্থানে একটি পালসার মোটরসাইকেল ও একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে নসিমনটি উল্টে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা (২১) ও অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রিফাত (১৯) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে যায়।
নিহত আবু হুরায়রা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। আহত রিফাত একই ইউনিয়নের কুশখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তারা দুজনই পেশায় ডেকোরেশন কর্মী এবং চতুরবাড়ীয়া বাজারে তাদের একটি দোকান রয়েছে।
জানা গেছে, তারা মোটরসাইকেলে করে আড়পাড়া থেকে চতুরবাড়ীয়া যাচ্ছিলেন। পথে তালখড়ি বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়। আহত রিফাতকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পমাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, নসিমন চালককে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
© All rights reserved © 2025 magurarkagoj.com