মাগুরা প্রতিনিধি:
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. শামীম কবির, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নওশের আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রবীণ সংগঠনের সদস্যরা।
এ বছরের প্রতিপাদ্য ছিল—“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।”
আলোচনা সভার আগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা আমাদের সমাজ ও পরিবারের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের কল্যাণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের প্রতিটি মানুষের উচিত প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা।