বরিশাল প্রতিনিধি:
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে—এটি কি স্থায়ী নাকি অস্থায়ী। তবে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা শিগগিরই উঠিয়ে নেয়া হবে, এমন সম্ভাবনা আমি দেখছি না।
এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাহাড়ি এলাকায় অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড়কে যারা অশান্ত করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এর আগে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছান এবং পরে শংকর মঠ পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, শংকর মঠ পূজা মণ্ডপ কমিটির সভাপতি কানু লাল সাহা ও সাবেক সাধারণ সম্পাদক তম্ময় তপু প্রমুখ।
© All rights reserved © 2025 magurarkagoj.com