মাগুরা প্রতিনিধি:
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ হাজার টাকা মূল্যের ২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মাগুরা সদরের নতুন বাজার এলাকায় টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলকোষ বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম জানান, আসন্ন পূজাকে কেন্দ্র করে আটককৃত ব্যক্তি এই মদের চালান এনেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com