পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনা পাইকগাছায় শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লতা, দেলুটি,ষোলাদানা,গড়ইখালী, লস্কর, হরিঢালী, কপিলমুনি ইউনিয়ন ও পাইকগাছা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়।
শামসুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সাবেক দূর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর মেজবাহুল ইসলাম (অবঃ) ও সদস্য সচিব ইকবল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় কর্মসূচির অংশ হিসেবে শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ও সিরাতুল হুদা ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় জামায়াত ইসলামী খুলনা জেলা কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাড়ুলি কলেজের প্রফেসর মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, আলহেরা জামে মসজিদ এর সেক্রেটারী ও প্রেসক্লাব পাইকগাছা এর কার্যনির্বাহী সদস্য আজিজুল ইসলাম, সাবেক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সোহেল আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ না খাকলে পৃথিবীতে কোন মনুষ্যকূল একটি মুহূর্ত বেঁচে থাকতে পারত না। আমরা বেশি বেশি করে গাছ লাগাই আর পরিবেশের ভারসাম্য রক্ষা করি। এছাড়া বক্তারা শামসুর রহমান ফাউন্ডেশন এর এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com