মোঃআবুল কালাম আজাদ
সাতক্ষীরা প্রতিনিধি:
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মুনশীপাড়াস্থ বন্ধন টেলি মিডিয়ার হলরুমে বন্ধন টেলি মিডিয়া ও শিল্পী সংসদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বন্ধন টেলি মিডিয়ার সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া এবং সঞ্চালনা করেন নাট্য পরিচালক মুসা করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে নিউজের খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান। তিনি সভায় বলেন, “সাংস্কৃতিক কর্মীরা সাধারণত কখনও হিংস্র হন না। তারা নাটকের মাধ্যমে সমাজের অসংগতিগুলো জনগণের সামনে তুলে ধরেন এবং বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
সভায় বক্তব্য রাখেন বন্ধন টেলি মিডিয়া শিল্পী সংসদের সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ, উপদেষ্টা ও নির্বাহী পরিচালক শামছুজ্জোহা, শিক্ষাবিদ ফরিদউদ্দীন মাসউদ, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, কৌতুক অভিনেতা ইব্রাহিম হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, নুরুল হুদা ফুল, আরিফুজ্জামান আপন, ডাঃ মাসুদ হোসেন, ডেইজি সরদার, ছন্দা মন্ডল, হযরত আলি, জাহিদ হাসান, মনিরা খাতুন, শেখ আল মনির, অনুজিৎ মন্ডল প্রমুখ।
বক্তারা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© All rights reserved © 2025 magurarkagoj.com