সিরাজগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, “সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ক্রীড়া সংস্থা ও ফেডারেশন এই উৎসবের অংশ হিসেবে নানা আয়োজন করছে। রোইং ফেডারেশনের এই আয়োজন তারই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকজ সংস্কৃতির একটি গৌরবময় অংশ। এই ঐতিহ্যকে ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের এমন উদ্যোগ প্রশংসনীয়।”
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ভাটিপাড়া আজম ব্রাদার্স ও বাংলার বাঘ সংঘ।
বিজয়ী দলগুলোকে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com