শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে মহানগর বিএনপি। শনিবার বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বিরাজমান। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই—এদেশে জন্মগ্রহণকারী সবাই বাংলাদেশি এবং তাদের সমান অধিকার রয়েছে।”
তিনি বলেন, বিএনপি দেশে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে এবং আগামীতে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এসময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে জানান, “প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে তারা ভর্তুকি মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে।”
দুর্গাপূজা উপলক্ষে সহযোগিতার জন্য মন্দির কমিটি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং পূজার আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শীতলা মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান এবং খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনা জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান
লিটন, হাবিবুর রহমান হাবিব ও আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রায় ১০০ হিন্দু নারীকে শাড়ি বিতরণ করা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com