পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা’। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মোয়াজ্জেম হোসেন সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এবং পাইকগাছা টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহিদ মোড়ল। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর শংকর প্রসাদ দত্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, বর্তমান যুগে দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষ করে গড়ে তুলতেই এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, নতুন কিছু উদ্ভাবনে অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রকল্প ও উদ্ভাবনী কাজ উপস্থাপন করেন, যা দর্শনার্থী ও অতিথিদের প্রশংসা কুড়ায়।
© All rights reserved © 2025 magurarkagoj.com