ফরহাদ হোসাইন, কয়রা প্রতিনিধি | মাগুরার কাগজ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী কর্তৃক চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজের টোলপ্লাজা চত্বরে এ চেকপোস্ট পরিচালিত হয়।
কন্টিনজেন্ট কমান্ডার কয়রা লে. আদনান রাকিব (এক্স), বিএন (পি নং-৩৫১৬) এর নেতৃত্বে ১০ জন নৌসদস্যের একটি সেকশন এবং আমাদি পুলিশ ফাঁড়ির ৪ জন সদস্য এতে অংশ নেন।
চেকপোস্ট চলাকালে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেলের কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সসহ নিয়মিত বিষয়গুলো যাচাই করা হয়। পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান ও ইজিবাইকেও তল্লাশি চালানো হয়।তল্লাশীকৃত যানবাহনের পরিসংখ্যান অনুযায়ী-২৫টি মোটরসাইকেল,১টি ট্রাক,১টি কাভার্ড ভ্যান, ৫ টি ইজিবাইক।
চেকপোস্ট চলাকালে কোনো মামলা হয়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com