নওগাঁ প্রতিনিধি:
সোমবার,২২ সেপ্টেম্বর ২০২৫꠰ মাগুরার কাগজ
নওগাঁর ধামইরহাটে ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করতে নগদ অর্থ সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি খবির চন্দ্র মাহাত, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড প্রটেকশন অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী এবং রোজলীন মিতু কোড়াইয়া।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র উদ্যোগে ১৭ শিশুর পরিবারের মাঝে শর্তসাপেক্ষ নগদ সহায়তা, ৮টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপকরণ এবং শিকড় প্রশিক্ষণ কেন্দ্রের ১৮০ শিক্ষার্থীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এসব উদ্যোগ শিশুদের ঝরে পড়া রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com