খুলনা প্রতিনিধি ▪ মাগুরার কাগজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য খুলনা বিভাগীয় বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। পূজা মণ্ডপে শান্তি বজায় রাখতে এবং যেকোনো নাশকতা বা ষড়যন্ত্র প্রতিহত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হেলাল আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। সরকারের কাছে যেমন মানদণ্ড প্রত্যাশা করি, আমরাও নিজেদের সেই মানদণ্ডে প্রতিষ্ঠিত করতে চাই। ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করতে হবে।”
পূজা মণ্ডপে অশান্তি সৃষ্টির মাধ্যমে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি প্রশাসনকে সহযোগিতা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, “বাংলাদেশ এখন এক কঠিন ক্রান্তিকালে রয়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, দুষ্কৃতিকারীরা সুযোগের অপেক্ষায় আছে। অতীতে ছোট ঘটনার সুযোগ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।” তিনি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, নড়াইল, মাগুরা ও বাগেরহাটের প্রত্যন্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়কারী এম এ সালাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি শরীফ উদ্দীন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতারা।
© All rights reserved © 2025 magurarkagoj.com