কয়রা (খুলনা) প্রতিনিধি:
১৩ সেপ্টেম্বর ২০২৫(মাগুরার কাগজ)
সুন্দরবনে পৃথক পৃথক অভিযানে চালিয়ে পাঁচজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় জেলেদের নিকট থেকে তিনটা নৌকা, জাল বিশ যুক্ত চিংড়ি ও সাদা মাছ সহ বোতলে থাকা বিষ জব্দ করে।
বনবিভাগ সূত্রে জানা যায় ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে নলিয়ান স্টেশনের আওতাধীন ৪০ নং কম্পার্টমেন্টের মার্কি খাল এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ৪ নং কয়রা গ্রামের হামিদ গাজী(৪৫) কে আটক করে। এ সময় তার ব্যবহারিত মাছ ধরার একটি ডিঙ্গি নৌকা, ভেশালি জাল, ৫ কেজি বিষযুক্ত চিংড়ি ও লেভেল বিহীন প্লাস্টিকের বোতলে থাকা বিষ উদ্ধার করে। এর আগে বন বিভাগ একই দিন বিকাল ৪টায় পৃথক অভিযান চালিয়ে একই স্থান থেকে মামুন ঢালী (৪১), শরিফুল ইসলাম (৪৫), মোঃ হাসান ঢালী (৪৫), মোঃ সাহেব আলী (৪০) কে আটক করে। এ সময় তাদের নিকট থেকে মাছ ধরার দুইটা ডিঙ্গি নৌকা,২টা কল জাল ও দশ কেজি সাদা মাছ জব্দ করে। এ ব্যাপারে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে মামলা রুজু হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com