মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে মাগুরায় আনা হয়। এরপর সন্ধ্যা সাত টায় মাগুরা নোমানী ময়দানে তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়। প্রথম জানাযা নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মামুনুল হক ।পর জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে সোনাইকুন্ডী প্রাইমারি স্কুলে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে। সোনাইকুন্ডী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, শিশুটিকে ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। রোববার শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়, তবে আজ দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।