1. Iltuthmishsurjon@gmail.com : Surjon : Surjon
  2. helal.nu@gmail.com : helal 1246 : helal 1246
  3. admin@magurarkagoj.com : Admin25461 :
  4. contact@magurarkagoj.com : admin4547 :
  5. aziziu811@gmail.com : Abdul Aziz : Abdul Aziz
  6. liazbd@gmail.com : tajul islam : tajul islam
October 10, 2025, 11:25 pm
Title :
মাগুরায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবিতে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে গণমিছিল ও সমাবেশ সাংবাদিকদের না জানিয়ে মাগুরায় গোপনে পালিত বিশ্ব ডিম দিবস উৎসবমুখর পরিবেশে মাগুরা পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি কিজিল ও সম্পাদক সুমন নির্বাচিত মাগুরা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আজ: তিন পদে ২০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মাগুরা শালিখায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুইজন নিহত, একজন আহত মাগুরায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নড়াইল জেলা  পুলিশের তিন দিন ব্যাপী  নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন নড়াইলে কুখ্যাত সন্ত্রাসী পিকুল শেখ গ্রেফতার মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত

‎ খুলনা পাইকগাছায় ২০ বছর ধরে পরিত্যক্ত ভবন পাঠদান, বড় দুর্ঘটনার আশঙ্কা

  • সময় : Wednesday, September 10, 2025
  • 83 জন দেখেছেন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৫ (মাগুরার কাগজ)

খুলনার পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলি ইউনিয়নের ভবানীপুর গ্রামে অবস্থিত শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। প্রায় দুই দশক ধরে অচল অবস্থায় থাকা এ ভবনটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে এলাকাবাসী সকলেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের এক পাশে দাঁড়িয়ে থাকা ভবনটির অবস্থা একেবারেই নাজুক। প্রায় পাঁচ দশক আগে নির্মিত ভবনটির ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ভীমের কংক্রিট ঝরে পড়ে রড বের হয়ে গেছে। টিন ও ঢালাইয়ের টুকরো মাঝে মাঝেই ভেঙে নিচে পড়ছে। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীর মাথায় এসব টুকরো পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিদিন তাদেরকে এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশ দিয়ে চলাচল করতে হয়। ক্লাস চলাকালীন পাশের কক্ষগুলোতেও শিক্ষকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো ছাড়া তাদের কোনো উপায় নেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, এভাবে আর চলতে দেওয়া যায় না। যে কোনো সময় ভবনটি ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অবিলম্বে ভবনটি ভেঙে ফেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করার প্রস্তুতি নিয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর কুমার দত্ত বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বাগ্রে জরুরি। এই ভবনটি দ্রুত অপসারণ না হলে যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

শুধু শিক্ষক-পরিচালনা কমিটি নয়, এলাকাবাসীরাও একই দাবিতে সোচ্চার। ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি গাজী মুনসুর আলী ও উপজেলা যুবদল নেতা আব্দুল কুদ্দুস মোড়লসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জরাজীর্ণ ভবনটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিভাবকরা আরও বলেন, দিনের পর দিন ঝুঁকি মাথায় নিয়ে তাদের সন্তানরা পড়াশোনা করছে। এতে তারা চরম আতঙ্কে রয়েছেন। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে—এই প্রশ্নও ছুড়ে দেন তারা।

এলাকাবাসী আশা করছে, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর জীবনকে ঝুঁকির হাত থেকে রক্ষা করবে।

আরও পড়ুন

সম্পাদকঃ আব্দুল আজিজ

যোগাযোগঃ ০০৬/০০৬ আদর্শ কলেজ পাড়া,হাজী সাহেব রোড, মাগুরা। মোবাইলঃ-০১৮৪১-৫১৮৫৯৫, ০১৬৫০-১৫২২০০ Email: contact@magurarkagoj.com

© All rights reserved © 2025 magurarkagoj.com

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Mamunur Rashid