1. admin@magurarkagoj.com : admin :
  2. dearaminul44@gmail.com : Aminul Islam : Aminul Islam
  3. aziziu811@gmail.com : Abdul Aziz : Abdul Aziz
  4. rahamanmajad@gmail.com : Majad Rahaman : Majad Rahaman
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
সাম্প্রতিক :

মাগুরায় রমজান উপলক্ষে মাগুরায় বাজার তদারকি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫ জন দেখেছেন
ছবি মাগুরার কাগজ
ছবি মাগুরার কাগজ

মাগুরা, ৪ মার্চ ২০২৫: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী ও একতা কাঁচাবাজার এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

আজ সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তেল, চিনি, সেমাই, সবজি, মুদি সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ভাউচার সংরক্ষণ এবং বাজারদর যাচাই করা হয়।

অভিযানে পারনান্দুয়ালী মুন্সিপাড়ায় মেসার্স রাজ এন্টারপ্রাইজ-এ খোলা তেল অবৈধভাবে বোতলজাত করে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ১ লিটার বোতলজাত তেল ১৯০-২০০ টাকায় বিক্রি করছিল, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১৭৫ টাকা। এ অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির মালিক শরীফ শাহিনুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করেন।

পরে একতা কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়, যেখানে মেসার্স নিউ বাণিজ্যালয়-এ ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স হামীম ভান্ডার-এর মালিক মো. মামুন অর রশিদকেও ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। রমজান মাসে যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করা হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ জানান রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়।বাজার তদারকি করছি এবং কেউ যেন আইন ভঙ্গ না করে, তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা জনাব মো. রবিউল ইসলাম জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কৃষি বিপণন বিভাগ সক্রিয় রয়েছে।নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করছি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছি। যদি কেউ বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট ফাহাদ-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এছাড়া জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মো. আলমগীর হোসেন এবং মাগুরা সদর থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
 

Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com

 

© All rights reserved © 2025 মাগুরার কাগজ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Mamunur Rashid