ফরিদপুর, ১ সেপ্টেম্বর ২০২৫ (মাগুরার কাগজ): প্রায় দেড় কোটি টাকা মূল্যের চাল আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযুক্ত খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
৩১ আগস্ট ২০২৫ রোববার বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, তারিকুজ্জামান চরভদ্রাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে অপর খাদ্য কর্মকর্তা সানোয়ার হোসেনের সঙ্গে যোগসাজশে উপজেলার বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত মোট ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০২৩ সালের ১১ এপ্রিল দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে তারিকুজ্জামান ও সানোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে গত ২৯ মে আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
দুদকের ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তা ইমরান আকন জানান, কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। মামলার অপর আসামি সানোয়ার হোসেন এখনও পলাতক রয়েছেন।
খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড় পারুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের রেশনিং বিভাগে এলাকা রেশনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com