মাগুরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ২০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, “আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের সহায়তায় প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহতদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেন, এই সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply