মাগুরা, ২ মার্চ ২০২৫: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মাগুরায় সপ্তম জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “চাদের হাট”-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী পূর্ববর্তী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহর ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
এ সভার সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোটাধিকার। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সচেতন হতে হবে এবং সবাইকে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে হবে। জাতীয় ভোটার দিবস ভোটারদের সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা গণতান্ত্রিক চেতনাকে আরও সমৃদ্ধ করবে।
আলোচনা সভায় মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত। গণতান্ত্রিক চেতনাকে সুসংহত করতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। নতুন ভোটারদের এই দিবসটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাবে।
এ সময় মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, ভোটার হওয়া নাগরিকদের অধিকার এবং দায়িত্ব। সকল যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নিবন্ধিত হতে হবে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সচেতন হতে হবে। এই দিবসটি নতুন ভোটারদের উদ্বুদ্ধ করবে এবং জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করবে। তিনি আরো বলেন” মাঠকর্মিরা বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করেছে। ।এখন ছবি তোলার কাজ চলছে। যদি কোন ভোটার উপযোগী কোন ব্যক্তি তথ্য সংগ্রহে বাদ যায় সে নির্বাচন অফিসে এসে ভোটার হতে পারবে। ।জেলা নির্বাচন কর্মকর্তা জানান মাগুরায় এখন মোট ভোটার ৮লক্ষ ১৯ হাজার ২৬৬ জন। ভোটার তালিকা হালনাগাদে প্রায় মৃত ও অকার্যকর ভোটার ১০ হাজার বাদ পড়েছে। ফলে ভোটার তালিকায় নতুন ভোটারদেরও অংশগ্রহন ইতিবাচক বলে জানান তিনি।তবে মৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে বেগ পেতে হচ্ছে
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply