ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (মাগুরার কাগজ) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ‘মা’ খ্যাত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।
আজ সোমবার বাদ আসর বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর সোনালী ব্যাংক কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেবিএবির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইদ্রিস মিয়া, মাইনুদ্দীন ভুইয়া, জহিরুল ইসলাম, আলতাফ হোসেন ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এছাড়া জনতা ব্যাংক পিএলসির সভাপতি শাহ জাহান ও সাধারণ সম্পাদক রুহুল আমীন, সোনালী ব্যাংকের সভাপতি মাহবুব সোহেল বাপ্পি ও সাধারণ সম্পাদক শাহে আলম, রূপালী ব্যাংক পিএলসির সভাপতি নওহীদ শাওন ও সাধারণ সম্পাদক আনহার আজিজ শাফিন, অগ্রণী ব্যাংক কমিটির সভাপতি রাশিদুল হাসান,অগ্রণী ব্যাংকের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেসরকারি ব্যাংক কমিটির আহবায়ক সাইফুল ইসলাম মাসুম ও সদস্য সচিব ওমর ফারুক সাগরসহ সরকারি–বেসরকারি বিভিন্ন ব্যাংকের কয়েকশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
মাহফিল পরিচালনা করেন সোনালী ব্যাংক মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমীন। মিলাদ শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
জেবিএবির নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। আজ তার জন্মদিনে ব্যাংক কর্মকর্তা–কর্মচারীরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করছেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও সুসংহত ভূমিকা বজায় রেখে ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com