নওগাঁ, ১৬ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ) :
নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু প্রামানিক সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামানিকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে রানীনগর রেলওয়ে স্টেশনে গেলে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, তিতুমির এক্সপ্রেস রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এ সময় বাবু প্রামানিক রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, ট্রেন স্টেশনের উত্তরপাশে পৌঁছালে বাবু প্রামানিক অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন। স্থানীয়রা তাকে সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি। এতে দুর্ঘটনায় তিনি মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com