ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (মাগুরার কাগজ): বাংলাদেশ ব্যাংক আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন নকশার ১০০ টাকার নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে। পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও এই নোট বাজারে আসবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে।
মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com