ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেছেন, কিছু ভুইফোঁড় সাংবাদিক ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে মানুষকে জিম্মি করে বিভিন্ন স্বার্থসিদ্ধি করছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) মাগুরার মহম্মদপুর উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
caption id=”attachment_3252″ align=”alignnone” width=”167″] ফেসবুকে বিতর্কিত পোষ্টের স্কিনশর্ট[/caption]
নয়ন জানান, সম্প্রতি একজন স্বঘোষিত ফেসবুক সাংবাদিক তার পরিবার সম্পর্কে মনগড়া ও মিথ্যা তথ্য ছড়িয়েছে। এমনকি সেনাবাহিনী তার বাড়িতে গিয়েছে বলে ভুয়া খবরও প্রকাশ করা হয়েছে। অথচ বাস্তবে, স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে দ্বন্দ্বের কারণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঘটনাটি জানতে চেয়েছিল।
ছবি: রুস্তম মল্লিক
তিনি আরও বলেন, এই ফেসবুক সাংবাদিক তার ওয়ালে যে ছবি শেয়ার করেছেন, সেটি তার বাড়ির নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতেই এসব করা হয়েছে। নয়ন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত বলে তিনি শুনেছেন।
রবিউল ইসলাম নয়ন ভুঁইফোঁড় সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যকলাপ মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ