নিউজ ডেক্স: ২৭ ফেব্রুয়ারি ২০২৫: মাগুরার শ্রীপুরে ৩য় ধাপে ভিডিপিদের ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। এতে ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাকে মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়া হয়।
শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে আয়োজিত এ মৌলিক প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, টিআই মমতাজ বেগম ও টিআই টিপু বিশ্বাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, থানা অফিসার্স ইনচার্জ, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি), উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার বক্তব্যে বলেন, “ভিডিপির সদস্যদের এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিপি সদস্যদের সর্বদা দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যরা আরও সুসংগঠিত ও দক্ষ হয়ে উঠবে। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারবে। সরকার এই বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।”
বক্তারা তাদের বক্তব্যে ভিডিপিদের মৌলিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, ভিডিপির সদস্যরা দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ভিডিপি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply