নাটোর, ২ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
নাটোরের সিংড়া উপজেলায় সংঘটিত একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহীর র্যাব-৫। ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিচয় জিহাদ নামে এক ভ্যানচালক হিসেবে নিশ্চিত করেছে র্যাব।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় র্যাব-৫ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার হওয়া দু’জন হলেন—নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামাণিকের ছেলে সাগর প্রামাণিক (১৮) ও মনসের প্রামাণিকের ছেলে সুলতান প্রামাণিক (১৯)।
র্যাব জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সিংড়ার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে র্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে সিংড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরবর্তী সময়ে র্যাবের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে অভিযানে নামে এবং চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম থেকে সাগর ও সুলতানকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, প্রায় চার মাস আগে তাদের জিহাদের সঙ্গে পরিচয় হয়। একসঙ্গে আড্ডা ও গাঁজা সেবনের সম্পর্ক গড়ে ওঠে। পরে আর্থিক সংকটে পড়ে তারা পরিকল্পনা করে জিহাদকে হত্যা করে তার ব্যাটারিচালিত ভ্যানটি বিক্রি করবে।
পরিকল্পনা অনুযায়ী ৩০ জুলাই সন্ধ্যায় তারা জিহাদের সঙ্গে দেখা করে ও চেতনানাশক মিশ্রিত পানীয় খাওয়ায়। চলনবিল এলাকায় ঘোরাঘুরির সময় জিহাদ অচেতন হয়ে পড়লে তারা সাতপুকুরিয়া বাজারের পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পুরাতন ভ্যান টিউব দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ প্লাবিত জমিতে ফেলে দেয়।
পরে আসামিরা জিহাদের মোবাইল ফোন নিজেদের কাছে রেখে দেয় এবং ভ্যানটি অন্যত্র গোপন করে। তাদের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত টিউব এবং ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com