পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল দেখিয়ে চাঁদা দাবির চেষ্টা, দুজন আটক
ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (মাগুরার কাগজ) : পাবনার সাঁথিয়ার কাশীনাথপুর বাজারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাশীনাথপুর বাজারে খান রাইস এজেন্সির মালিক শামসুর রহমানের কাছে রাজীব (২০) ও মো. সুজন (২২) নামে দুই যুবক চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা শামসুর রহমানের কোমরে একটি কালো রঙের খেলনা পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়।
তবে ভয় না পেয়ে দোকানদার সাহসিকতার সঙ্গে খেলনা পিস্তলের নল ধরে তাদের দিকে তাক করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ডাক দেন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর সাঁথিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com