1. admin@magurarkagoj.com : admin :
  2. dearaminul44@gmail.com : Aminul Islam : Aminul Islam
  3. aziziu811@gmail.com : Abdul Aziz : Abdul Aziz
  4. rahamanmajad@gmail.com : Majad Rahaman : Majad Rahaman
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সাম্প্রতিক :

মাগুরায় ফররুখ আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ জন দেখেছেন
ছবি মাগুরার কাগজ
ছবি মাগুরার কাগজ

নিউজ ডেক্স: মাগুরা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫:

মাগুরা ২৬ ফেব্রুয়ারী ২০২৬ বিকাল ৩টায় মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত, ইসলামী রেনেসাঁর খ্যাতিমান কবি, গল্পকার ও প্রাবন্ধিক ফররুখ আহমদের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আবু সাইদ মোল্লা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মাগুরা।

মূল আলোচক জনাব মোহাম্মদ আবু সাইদ মোল্লা বলেন, “ফররুখ আহমদ বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যচর্চা শুধু সৃজনশীলতায় সীমাবদ্ধ ছিল না, বরং সমাজ পরিবর্তনের ডাকও দিয়েছিল। তাঁর লেখনীতে ইসলামী ভাবধারার পাশাপাশি বাংলার ঐতিহ্যও সমানভাবে প্রকাশ পেয়েছে। বর্তমান প্রজন্মের উচিত ফররুখ আহমদের সাহিত্য থেকে শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চার মাধ্যমে এগিয়ে নেওয়া।”

সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “ফররুখ আহমদ শুধু একজন কবি নন, তিনি ছিলেন সমাজ পরিবর্তনের পথিক। তাঁর সাহিত্যকর্মে যে আদর্শিক দিকনির্দেশনা রয়েছে, তা আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি গণগ্রন্থাগার সবসময়ই জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সাহিত্য ও সংস্কৃতির প্রচার-প্রসার অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচকগণ ফররুখ আহমদের সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
 

Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com

 

© All rights reserved © 2025 মাগুরার কাগজ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Mamunur Rashid