টাঙ্গাইলের নিহত দুই পরিবারের খোঁজ নিলেন আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল, ২৮ জুলাই, ২০২৫ (মাগুরার কাগজ) : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তানভীর আহাম্মেদ ও সখিপুর উপজেলার নুসরাত জাহান অনিকের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি রোববার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
পরিবার দুটির পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আব্দুস সালাম পিন্টু শোকাহত স্বজনদের ধৈর্য ধরতে পরামর্শ দেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ, সখিপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, ড্যাব নেতা ডা. শাহআলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com