খুলনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাতিবৈচিত্র্য দিবস পালিত
খুলনা, ২৭ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ):
“বিভিন্নতা নয় বিভেদ নয়, বৈচিত্র্যই আমাদের শক্তি”—এই প্রতিপাদ্যে খুলনার কয়রা উপজেলায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর অংশ হিসেবে আজ জাতিবৈচিত্র্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সম্পৃক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সুন্দরবন আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি বলাই কুঞ্চ মুন্ডা প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসীরা নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাস নিয়ে বাংলাদেশের সমাজে সহাবস্থান করছে। তাদের অস্তিত্ব ও সংস্কৃতিকে রক্ষা ও সম্মান জানানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বৈচিত্র্যকে বিভেদের নয় বরং শক্তির উৎস হিসেবে গ্রহণ করলেই একটি সমতা ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের মাধ্যমে জাতিগত সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com