সাতক্ষীরা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, চোরাচালানি মালামাল জব্দ
সাতক্ষীরা, ২৫ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ):
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিনে ও রাতে পরিচালিত একাধিক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, পদ্মশাখরা, কুশখালী, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, মাদরা এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির সদস্যরা মোবারকের মোড় এলাকা থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। পদ্মশাখরা বিওপির টহল দল স্থানীয় ফুটবল মাঠ এলাকা থেকে শাড়ি ও বোরকা এবং কুশখালী বিওপির সদস্যরা শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় বোরকা জব্দ করে।
চান্দুড়িয়া বিওপির একটি বিশেষ দল কলারোয়ার কাদপুর এলাকা থেকে ভারতীয় ঔষধ উদ্ধার করে। অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল লাঙ্গলঝাড়া এলাকা থেকে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির সদস্যরা তালতলা ও ভাদিয়ালী থেকে বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা রাজ্জাকের মোড় এলাকা থেকে ভারতীয় শাড়ি উদ্ধার করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অধিকাংশ চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে এসব মালামাল পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত পণ্য কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করে স্টোরে রাখা হয়েছে, যা জনসম্মুখে ধ্বংস করা হবে বলে তিনি জানান।
© All rights reserved © 2025 magurarkagoj.com