নিজস্ব ডেস্ক : ৫ জানুয়ারি ২০২৬, (মাগুরার কাগজ)
সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত প্রেসিডেন্ট ডিনার অনুষ্ঠানে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কীকে সম্মাননা প্রদান করা হয়েছে। পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি হেডকোয়ার্টার্সের ইঞ্জিনিয়ার ইন চীফ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোঃ হাসান-উজ-জ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি আদেল জসিম গারিব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, নৌ-বাহিনীর কমোডর জামিল হাসান, গুলশান ক্লাবের সাবেক সভাপতি এরশাদ হোসাইন, সোহেল কাশেমসহ বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। পাশাপাশি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশি স্কোয়াশ কোচ ও খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। সম্মাননা প্রদানকালে বক্তারা স্কোয়াশ খেলায় মোঃ হেদায়েত উল্লাহ তুর্কীর অবদান স্মরণ করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com