নিজস্ব প্রতিনিধি:
মাগুরা, ১১ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ)
মাগুরা জেলা স্টেডিয়ামে আজ শনিবার সকাল ১০টায় জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্লাব সমিতি আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার পর্যায়ের বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে, যাদের মধ্য থেকে জেলা পর্যায়ের বিজয়ী দল পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে কাবাডি, ফুটবল, হ্যান্ডবল, দাবা ও সাঁতার—ছেলেমেয়ে উভয় বিভাগের জন্য।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি (শালিখা জোন) নিশাত আল নাহিয়ান, সিভিল সার্জন মোঃ শামীম কবির এবং সহকারী শিক্ষা অফিসার প্রদ্যুৎ কুমার দাস।
প্রধান অতিথি শাশ্বতী শীল বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য অতিথিরাও ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা, সহযোগিতা ও ন্যায্যতার চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে।” তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে মাগুরার শিক্ষার্থীরা জেলার সুনাম বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।”
© All rights reserved © 2025 magurarkagoj.com