ঢাকা | মাগুরার কাগজ | ২৪ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমান ও তার পরিবার লন্ডন সময় আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হবেন। সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভায় কেবল তারেক রহমানই ভাষণ দেবেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এরপর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে যাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় প্রায় ৫০ লাখ মানুষের উপস্থিতির আশায় প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। এদিকে তার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা ও সড়ক পথে প্রায় এক হাজার মাইকের মাধ্যমে বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে বিলবোর্ড ও তোরণ স্থাপন করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি থাকবে। এই সময়ে কেবল যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com