নারায়ণগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় তার স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে শাহিনুর আক্তার (পলাতক) ও একই ইউনিয়নের চেঙ্গাইন এলাকার মৃত আবুল হাসেমের ছেলে রিপন মিয়া (গ্রেপ্তারকৃত)। রায় ঘোষণার সময় রিপন আদালতে উপস্থিত ছিলেন।
নিহতের বড় ভাই ও মামলার বাদী সোলায়মান ভূঁইয়া রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “একজন আসামি এখনও পলাতক। আমরা চাই, দ্রুত তাকে গ্রেপ্তার করে উভয়ের রায় কার্যকর করা হোক।”
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে শাহিনুর আক্তার তার প্রেমিক রিপনকে নিয়ে স্বামী মোশারফকে বৈদ্যুতিক শক দিয়ে অচেতন করেন। পরে তাকে বাথরুমে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। ঘটনাটিকে ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পুলিশ কোনো আলামত পায়নি। এরপর নিহতের বড় ভাই মামলা করেন এবং পুলিশ রিপনকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।
© All rights reserved © 2025 magurarkagoj.com