নিজস্ব ডেস্ক: ২৯ ডিসেম্বর ২০২৫, (মাগুরার কাগজ)
আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে অনাড়ম্বর আয়োজনে সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। আগামী ২ থেকে ৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন, জাপান, মিশর ও বেলজিয়ামসহ মোট ১০টি দেশের ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মোঃ আতিকুর রহমান। বিদেশি কোচ হিসেবে উপস্থিত ছিলেন ইরানের মোহাসিন জাভেদ এবং পাকিস্তানের আব্দুল বাসেত।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান। আর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের স্কোয়াশ অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com