কয়রা (খুলনা) প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০২৫ (মাগুরার কাগজ)
সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের অধীনস্থ কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদীর বাটুলার টোটা এলাকা থেকে বিনা অনুমতিতে প্রবেশ করায় ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়র ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় ২৮ কেজি কাকড়া ও একটি নৌকাসহ কাকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের মৃত দাউদ আলী মোড়লের পুত্র মোঃ ইসমাইল মোড়ল (৫৫), মোঃ হাসেম আলী গাজী মোঃ আছাদুল গাজী (৪১), খোদাবক্স গাজীর পুএ মোঃ আঃ রহমান(৩০)।
বিষয়টি নিশ্চিত করে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটুলার টোঠা এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাস) দেখতে চাইলে তারা দেখাতে পারে না। ফলে তাদের আটক করি।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com