সাতক্ষীরা প্রতিনিধি: ৩ ডিসেম্বর ২০২৫ (মাগুরার কাগজ):
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রাম থেকে এসব শামুক–ঝিনুক উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে জব্দকৃত শামুক–ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, দাতিনাখালী এলাকায় একদল চোরাকারবারি সুন্দরবনের নদী থেকে অবৈধভাবে শামুক ও ঝিনুক সংগ্রহ করে পাউবোর উপকূল রক্ষা বেঁড়িবাঁধের ওপর মজুত করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় হুলো নামীয় এলাকা থেকে আটটি বস্তা ভর্তি শামুক–ঝিনুক উদ্ধার করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়; ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শামুক ও ঝিনুক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারিভাবে নদী থেকে এসব আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। সাম্প্রতিক সময়ে কয়েকটি চক্র শামুক–ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে, যা কঠোরভাবে দমন করা হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com