সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫ (মাগুরার কাগজ) :
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আটক আট বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের হস্তান্তর করে। পরে রাতেই আটজনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতের হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় বিএসএফ তাদের আটক করে। পরদিন সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও তলুইগাছা বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটকের পর হস্তান্তর হওয়া বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে শুক্রবার তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com