মাগুরা প্রতিনিধি
১০ অক্টোবার ২০২৫(মাগুরার কাগজ):
সাংবাদিকদের না জানিয়েই গোপনে বিশ্ব ডিম দিবস-২০২৫ পালন করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর, মাগুরা। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার সকালে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর, মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস। এ ছাড়াওি জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাণিসম্পদ কর্মকর্তা, পোলট্রি খামারি ও ডিম ব্যবসায়ীরা অংশ নেন।শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ডিম ও পুষ্টি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
তবে পুরো অনুষ্ঠান সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের অবহিত না করায় সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, সরকারি দপ্তরের এমন গুরুত্বপূর্ণ আয়োজন গণমাধ্যমের মাধ্যমে প্রচার হওয়া উচিত ছিল। কিন্তু কোনো তথ্য বা আমন্ত্রণ না পাওয়ায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের মাগুরা জেলা প্রতিনিধিরা অনুষ্ঠানটি কভার করতে পারেননি। ফলে জাতীয় গণমাধ্যমেও এ খবর প্রচারিত হয়নি।
স্থানীয় সাংবাদিকদের মতে, সরকারি কার্যক্রমে গণমাধ্যমকে উপেক্ষা করা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসচেতনতার পথে বড় বাধা সৃষ্টি করে। তারা এমন ঘটনাকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
কেন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি—এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস বলেন,“সাংবাদিকদের জানানো দায়িত্ব ছিল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার। তিনি কাদের জানিয়েছেন বা জানাননি, তা আমার জানা নেই।”
অন্যদিকে, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জহুরুল আলম বলেন,“এটা ছিল ছোট পরিসরের ঘরোয়া অনুষ্ঠান। তাই কোনো সাংবাদিককে দাওয়াত করা হয়নি।”
স্থানীয় সাংবাদিকদের মতে, সরকারি দপ্তরের কার্যক্রম ‘ঘরোয়া’ বলে গণমাধ্যমকে বাদ দেওয়া যুক্তিযুক্ত নয়—এতে প্রশাসনের কর্মকাণ্ডের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com