মানুষের জীবনের লক্ষ্য কি শুধু সম্পদ, খ্যাতি, আর বিলাসিতা অর্জন? নাকি এর চেয়েও গভীর কিছু আছে? বিশ্বখ্যাত ডিজাইনার ও লেখক ক্রিসদা রড্রিগেজের শেষ কথাগুলো আমাদের চোখ খুলে দেয়। তিনি যশ, খ্যাতি, অর্থ, বিলাসিতা—সবকিছু অর্জন করেছিলেন। কিন্তু শেষ সময়ে এসে বুঝলেন, এসবের কোনোটাই প্রকৃত সুখ দিতে পারে না।
একসময় যিনি প্রাইভেট জেটে ঘুরতেন, শত শত মানুষের অটোগ্রাফ দিতেন, তার শেষ দিনগুলো কাটলো হাসপাতালের বিছানায়, সাহায্য ছাড়া হাঁটতেও অক্ষম হয়ে। তার ব্যাংকে হয়তো কোটি কোটি টাকা ছিল, কিন্তু সেই অর্থ দিয়ে তিনি সুস্থতা কিনতে পারলেন না। একসময় যিনি দামি পোশাক ও জুতা পরতেন, শেষ সময়ে তার শরীর হাসপাতালের সাধারণ কাপড়ে ঢাকা ছিল।
এই বাস্তবতাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—মানুষের আসল সম্পদ কী? এটি কি শুধু ধন-সম্পদ, ক্ষমতা, খ্যাতি? নাকি ভালো কাজ, মানুষের জন্য কিছু করা, ন্যায় ও সততার পথে থাকা?
জীবন ক্ষণস্থায়ী। যে অহংকার, ক্ষমতার অপব্যবহার, জুলুম আর অবিচার করে জীবন কাটায়, মৃত্যুর পর তার এসবের কোনো মূল্য থাকে না। সত্য হলো, মৃত্যুর পর মানুষ কেবল তার কর্মের হিসাব নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়।
আমরা যদি এই জীবনকে সার্থক করতে চাই, তবে আমাদের উচিত অহংকার ও অন্যায় থেকে দূরে থাকা, ন্যায় ও সততার পথে চলা, এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা। কারণ, মৃত্যুর পর অর্থ, প্রাসাদ, গাড়ি, খ্যাতি—কোনোটাই কাজে আসবে না। আসবে শুধু ভালো কাজ, সৎ জীবন ও মানুষের জন্য করা ভালোবাসা।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply