সমাবেশে যাওয়ার পথে দাকোপ জামায়াতের আমির নিহত, আহত ২
খুলনা, ১৯ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) : ঢাকা অভিমুখে যাত্রাকালে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনার দাকোপ উপজেলার আমির মাওলানা আবু সাঈদ (৫২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামায়াতের দুই কর্মী— মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ভাঙ্গা চৌরাস্তার কাছে যাত্রাবিরতিতে ছিলেন ঢাকাগামী একটি জামায়াত প্রতিনিধি দল। তারা গাড়ি থামিয়ে চা পান করছিলেন। এ সময় ব্যানার সঠিকভাবে লাগাতে গিয়ে সড়কের পাশে দাঁড়ানো মাওলানা আবু সাঈদকে পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন আরও দুইজন।
নিহত আবু সাঈদ চালনার বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও চার কন্যা রয়েছে। আহত আনিসুর রহমান চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
খুলনা জেলা জামায়াতের সহকারী সম্পাদক মুন্সি মঈনুল ইসলাম জানান, জাতীয় সমাবেশে অংশ নিতে শুক্রবার দাকোপ থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে ভাঙ্গায় বিরতির সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ খুলনায় আনা হয়েছে এবং পারিবারিক ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের সময় ঠিক করা হবে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, রাত ৩টার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
© All rights reserved © 2025 magurarkagoj.com