শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
মাগুরার কাগজ | ১৭ জুলাই ২০২৫
স্পিনার মাহেদি হাসান ও ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কায় ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।
১৬ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা জয় পায় ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে জেতে ৮৩ রানে।
মাহেদির ঘূর্ণিতে লঙ্কান বিপর্যয়
টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানে। প্রথম ওভারের শেষ বলে কুশাল মেন্ডিসকে (৬) ফেরান শরিফুল ইসলাম।দ্বিতীয় ওভারে মাহেদি হাসানের স্পিনে ধরা পড়েন কুশাল পেরেরা—প্রথম বলেই আউট, অর্থাৎ গোল্ডেন ডাক।এরপর একই স্পিনারের ঘূর্ণিতে বিদায় নেন চান্ডিমাল (৪) এবং অধিনায়ক আসালঙ্কা (৩)।অর্ধশতকের কাছে পৌঁছে যাওয়া ওপেনার পাথুম নিশাঙ্কা মাহেদির বলে ৪৬ রানে ফেরেন। ৪টি চার খেলে ৩৯ বলের ইনিংস খেলেন তিনি।শেষদিকে শানাকার ২৫ বলে ৩৫* এবং কামিন্দুর ১৫ বলে ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নিয়ে মাহেদি হাসান টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা বোলিং ফিগার গড়েন।
তানজিদের ঝড়ো ইনিংসে সহজ জয়
১৩৩ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে। ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন পারভেজ ইমন।তবে আরেক ওপেনার তানজিদ হাসান এবং অধিনায়ক লিটন দাস জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা।লিটন ২৬ বলে ৩২ রান করে বিদায় নিলেও, তানজিদ খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস—৪৭ বলে ৭৩ রান। ইনিংসে ছিল ১টি চার ও ৬টি বিশাল ছক্কা।তাওহিদ হৃদয়ের সাথে ৪৮ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে ২১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন তানজিদ।হৃদয় ২৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।শ্রীলঙ্কার পক্ষে থুশারা ও কামিন্দু ১টি করে উইকেট নেন।
সফর শেষে টাইগারদের প্রাপ্তি
এ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জিতে স্বস্তি নিয়ে দেশে ফিরছে টাইগাররা।
© All rights reserved © 2025 magurarkagoj.com